শিক্ষার্থীদের অঙ্গীকারনামা

 আমি, অত্র মাদরাসায় ভর্তি হইতে ইচ্ছুক। আমি মনে-প্রাণে অঙ্গীকার করিতেছি যে, মাদ্রাসার বর্তমানে এবং ভবিষ্যতে গৃহীত সকল আইন-কানুন অক্ষরে অক্ষরে মানিয়া চলিতে বাধ্য থাকিব এবং ফাসিদ আক্বীদা চিন্তাধারার লেখকদের কোন বই পড়িব না  বা রাখিব না

এমন কোন কাজে লিপ্ত হইব না, যা অপরের কষ্টের/ক্ষতির কারণ হয়। কেহ কোন ভাবে কষ্ট দিলে ধৈর্য ধারণ করিব, নতুবা কর্তৃপক্ষকে জানাইব। নিজ হাতে বিচার তুলে নেওয়ার বা প্রতিশোধ নেওয়ার কোন দুঃসাহস করিব না

একান্ত অপারগতা ছাড়া অহেতুক ওজর বানাইয়া ছুটি নিব না এবং সবকে অনুপস্থিত থাকিব না

সর্বদা নিজে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকিব আশ-পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখিব। মাথার চুল, হাত ও পায়ের নখ ছোট করিয়া রাখিব। মাথার চুল সামনে পিছনে সমান রাখিব।

উস্তাদগনের অনুমতি ছাড়া কখনো মাদ্রাসার এরিয়ার বাহিরে যাইব না সর্বদা মাদ্রাসার নির্ধারিত সময়ে পাঁচ ওয়াক্ত নামায তাকবীরে উলার সহিত আদায় করিব।

মাদরাসার শিক্ষাকালে কোন রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের সাথে কোন ভাবে জড়িত হইব না। মাদরাসার অভ্যন্তরে কোন দলাদলি করিব না। অন্যথায় যেকোনো শাস্তি বা বহিস্কারাদেশ মানিয়া নিতে বাধ্য থাকিব।

মাদরাসার উন্নতি সুনাম সুখ্যাতির জন্য সর্বদা সচেষ্ট থাকিব। দ্বীনের প্রয়োজনে বা মাদরাসার কল্যাণে বা কখনো কোনো খিদমতের তাকাযা আসিলে তাহা সানন্দে আনজাম দিতে প্রস্তুত থাকিব।

আসাতিযায়ে কিরামের খায়েরখাহী সূলভ যেকোনো শাসন, তরবিয়্যাত মানিয়া নিব। উহাকে নিজের জীবনের ইসলাহ ইলম-আমলের উন্নতির মাধ্যম বলিয়া মান্য করিব

সকল ছাত্রদের সাথে ভাই ভাই সুলভ ভদ্র আচরন করিব। কাহারো সাথে অবাঞ্চিত বন্ধুত্বের ফাসাদে লিপ্ত হইব না সম্পর্ক স্থাপন করিব না বা শত্রুতা পোষন করিব না। কোনো অবস্থাতেই কাহারো সাথে ঝগড়া

5 মাদরাসার আসবাবপত্র যথাযত হিফাজত করিব। মাদরাসার কোনো সম্পদ নষ্ট হইতে দিব না, বা নিজে কোন জিনিসের ক্ষতিসাধন করিব না। যদি আমি অবহেলা/দুষ্টমীর কারনে কোন জি-ি নসের ক্ষতিসাধন করি তাহলে তার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিব।

5 নিজের কাছে কোনো প্রকার টাকা-পয়সা রাখিব না এবং কাহারো সাথে কোনো প্রকার টাকা-পয়সার লেনদেন বেচাকেনা করিব না প্রয়োজনে মুহতামিম সংশ্লিষ্ট নেগরাণের কাছে টাকা জমা রাখিয়া প্রয়োজন অনুপাতে খরচ করিব।

মাদরাসা রাষ্ট্রের জন্য ক্ষতিকর এবং আইন-শৃঙ্খলার পরিপহ্নী কোন কাজ করিব না। যেহেতু নিজের কাজ নিজে করা সুন্নত, তাই আমার বিছানাদি কাপড়-চোপড়, প্লেট, গ্লাস ইত্যাদি আমি নিজেই হেফাজত করব।

যেকোন ছুটির পর যথা সময়ে মাদরাসায় উপস্থিত হতে না পারলে ২০০/- (দুইশত) টাকা বিলম্ব ফি সংশ্লিষ্ট নেগরানের নিকট প্রদান করে ক্লাসে বসতে বাধ্য থাকিবে।

Post a Comment

0 Comments